
"আমরা আসছি আপনার উঠোনে, পথে, প্রান্তরে, জনতার খুব কাছে, শুনতে চাই নতুন বাংলাদেশ নিয়ে জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষা"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে গণসংযোগ করেছে বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৫ জুলাই) কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জামালপুর ও দালান বাজার এলাকায় 'জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
গণসংযোগকালে এনসিপির নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তারা দেশের বর্তমান পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন ভোগান্তি নিয়ে আলোচনা করেন। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে নাগরিক পার্টিকে সমর্থন জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আলী নাসের বলেন, জনগণের অধিকার আদায়ে নাগরিক পার্টি সর্বদা রাজপথে থাকবে। তিনি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনতে এবং দলের বার্তা পৌঁছে দেওয়ার কথা জানান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে এবং জনগণের কাছাকাছি পৌঁছাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সর্বশেষ খবর