
কুমিল্লার দেবীদ্বার উপজেলার একটি নির্জন জঙ্গলে আজ মঙ্গলবার হনুফা আক্তার (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত আট দিন ধরে নিখোঁজ ছিলেন।
নিহত হনুফা আক্তার দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের ইউছুফ আলী মুন্সী বাড়ির বাসিন্দা এবং মজিবুর রহমানের স্ত্রী। তিনি কাইচপুর এলাকায় একটি কারখানায় কাজ করতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আট-নয় বছর আগে তাঁর স্বামী মারা যান।
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, উপজেলার ৭ নম্বর এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামে সাবেক সংসদ সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সুজাত আলীর পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গলে মরদেহটি পাওয়া যায়। গৌরসার গ্রামের মৃত আজগর আলীর ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী ফরিদ মিয়া (৬০) কচুর লতি তুলতে গিয়ে জঙ্গলে মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহতের বড় ছেলে জুয়েল মুন্সী (২৮) জানান, তাঁর মা গত ৪ জুলাই বাড়িতে আসেন এবং ৮ জুলাই সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল।
পুলিশ জানায়, মরদেহের মাথায়, গলায় ও বাম চোখের ওপর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁকে খুন করে ওই নির্জন এলাকায় ফেলে গেছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, সিআইডি ও পিবিআইয়ের দুটি দল ঘটনাটি তদন্ত করছে। খুব দ্রুত খুনের রহস্য উদঘাটন করা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর