
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত ভালুকা গড়ার লক্ষ্যে উচ্ছেদ হওয়া ২৬ জন চা দোকানিকে পুনর্বাসনের জন্য বিনামূল্যে নান্দনিক টি-স্টল বিতরণ করেছে উপজেলা ও পৌর প্রশাসন।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার দুপুরে এসব টি-স্টল হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মহাসড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর কর্মহীন হয়ে পড়া দোকানিদের মানবিক দিক বিবেচনায় পুনর্বাসন করা হয়েছে। তিনি দোকানগুলো পরিচ্ছন্ন ও সুসজ্জিত রাখার জন্য দোকানিদের প্রতি আহবান জানান।
জানা গেছে, ‘অনামিকা’, ‘ক্যামেলিয়া’, ‘প্রীতিলতা’, ‘নীলাম্বরী’, ‘সুহাসিনী’, ‘মেঘমালা’, ‘বনলতা’, ‘নীহারিকা’, ‘তিথিডোর’, ‘চারুদ্বীপ’, ‘গুঞ্জরণ’, ‘উড়োচিঠি’, ‘ছায়াবীথি’, ‘নিকেতন’ সহ বাহারী নামের দৃষ্টিনন্দন ডিজাইনের টি-স্টলগুলো বিতরণের জন্য উপজেলা পরিষদ চত্বরে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়।
দোকান পাওয়া কায়েস মুন্সি জানান, দোকান উচ্ছেদের পর পরিবার নিয়ে বিপাকে পড়েছিলেন। নতুন দোকান পেয়ে তিনি আনন্দিত।
আরেক দোকানি আবুল হাছেন জানান, ইউএনও স্যারের কাছে গেলে তিনি পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন। সেটি আজ পূরণ হলো।
স্থানীয়রা জানান, এই উদ্যোগ শহরের সৌন্দর্য রক্ষা ও যানজট নিরসনে সহায়ক হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৮টি টি-স্টল ছাড়াও ক্ষতিগ্রস্তদের জন্য একটি ফলের বাজার স্থাপন করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে হকার্স মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ভালুকা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন জানান, টি-স্টলগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরসভা নেবে।
ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সরকারি অর্থ ব্যবহার না করে কয়েকজন হৃদয়বান মানুষের ব্যক্তিগত উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দোকান বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে পরিচ্ছন্নতাসহ কিছু শর্ত দেওয়া হয়েছে।
দোকানিদের দোকানে ফুলের টব দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখার পাশাপাশি দোকানের চারপাশের ১০ ফুট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া, প্রতিটি দোকান মালিককে দুটি ফুলের টব ও একটি ডাস্টবিন ক্রয় করতে হবে এবং পরিচ্ছন্নতার চুক্তি মেনে চলতে হবে।
সর্বশেষ খবর