
এনসিপির নেতাদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেম বলেছেন, ‘আশা করি, গোপালগঞ্জের হামলা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ করার বিষয়ে মনোযোগ দেবেন। আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্যই কষ্টের।’
বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
উমামা ফাতেমা তার পোস্টে বলেন, ‘এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জ থেকে রওনা দিয়েছেন।তাদের সার্বিক নিরাপত্তা ও সুস্থতা প্রত্যাশা করি। জুলাই থেকে জুলাইয়ে আসতেই রাজনৈতিক ঐক্যবদ্ধতা নাই হয়ে গেছে। নিজেদের রাজনৈতিক এজেন্ডায় বিভক্ত না হয়ে জুলাইয়ের সব শক্তিকে মিনিমাম জায়গায় ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করলে গোপালগঞ্জে যাওয়ার জন্য পুলিশ প্রটেকশনের প্রয়োজন হতো না। আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্যই কষ্টের।আশা করি, এই হামলা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ করার বিষয়ে মনোযোগ দেবেন।’
তিনি বলেন, ‘জুলাই কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমার দৃশ্য নয়। মানুষ জীবন দিছে এই জুলাইয়ে। এটাকে ফেসবুকের ক্লিকবেইট আলফা মেইল সিন্ড্রোমে নামায়েন না।’
উমামা আরো বলেন, “আজ শহীদ আবু সাঈদ, শহীদ ফারুক, শহীদ ওয়াসিম, শহীদ ফয়সাল আহমেদ শান্তর মৃত্যুবার্ষিকী। আমাদের ‘জুলাই শহীদ দিবস’-এ শহীদ ভাইদের স্মরণ করি।”
রার/সা.এ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর