
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শহীদ আবু সাঈদের জীবনদানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদীদের মসনদে প্রথম পেরেক মারা হয়েছিল।
বুধবার পাবনার ফরিদপুরের মুক্তমঞ্চে পাবনা-৩ (ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর) আসনের বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ দূর হয়েছে। দেশের মানুষ আর ভারতের তাঁবেদারি করতে চায় না। তিনি আরও বলেন, দেশ গঠনের জন্য শহীদ জিয়া জীবন উৎসর্গ করে গেছেন। খালেদা জিয়া ও তারেক রহমান দুখী মানুষের মুখে হাসি ফোটাতে চান। আগামী দিনে বিএনপির নেতৃত্বে সোনালী অধ্যায় রচিত হবে।
অনুষ্ঠানে হাসান জাফির তুহিন বলেন, তিনি চাটমোহরে বাড়ি নিয়েছেন এবং জনগণের সঙ্গে বেশি সময় দেওয়ার জন্য আরও দুটি বাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে বঞ্চিতদের পাশে দাঁড়ানো এবং বেকারদের চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।
ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশিদ খান, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আব্দুল দাঈয়ান মঞ্জু, কৃষকদলের পাবনা জেলা সভাপতি আবুল হাশেম, পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ডা.আহমেদ মোস্তফা নোমান, যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা সহ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর