
বাংলাদেশে প্রযুক্তি খাতের একনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি; স্পেস এক্স-এর স্টারলিঙ্ক স্যাটেলাইট‑ভিত্তিক ইন্টারনেট সেবার সরকারিভাবে অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে কার্যক্রম শুরু করছে। BTRC এবং BIDA থেকে প্রাপ্ত ১০ বছরের NGSO ও রেডিও যোগাযোগ লাইসেন্সের মাধ্যমে এই সেবা আনুষ্ঠানিকভাবে দেশে চালু হয়েছে।
স্টারলিঙ্ক সুবিধাসমূহ: ২৫০ Mbps+ পর্যন্ত ডাউনলোড স্পিড ও ২০-৪০ এমএস লেটেন্সি যা গ্রাম ও শহরে একই মানের সেবা প্রদান করবে। কোনো ফাইবার অথবা টাওয়ার ছাড়াই সরাসরি ব্যবহারযোগ্য। দুর্গম ও সীমান্তবর্তী এলাকাতেও নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বর্তমানে স্টারলিঙ্ক এর মিনি কিট, স্ট্যান্ডার্ড কিট, ফ্লাট হাই পারফরমেন্স কিট এর মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রয়োজনের সার্ভিস সরবারহ করছে। তাদের গ্রাহকরা পাচ্ছেন- সরাসরি প্রি‑অর্ডার, বাড়িতে বসে ডেলিভারি, ২৯+ বছর ধরে প্রযুক্তির মাধ্যমে ইনোভেশন ও সেবা পৌঁছে দেয়ার অভিজ্ঞতা।
বাংলাদেশে স্টারলিঙ্ক-এর প্রসার: বাংলাদেশে স্টারলিঙ্ক-এর গ্রাউন্ড স্টেশন নির্মাণের জন্য কয়েকটি ফার্ম দায়িত্বে নিয়োজিত হয়েছে, যার মধ্যে গাজীপুরের হাই‑টেক সিটিতে প্রধান স্টেশন প্রতিষ্ঠা করেছে। অর্থনৈতিক ও নিরাপত্তা প্রবাহ বজায় রাখতে স্থানীয় আইজিসি ও টাওয়ার নির্মাণ প্রক্রিয়া ইতোমধ্যেই চলছে । সরকার ও উদ্যোক্তাদের সহযোগিতায় ডিজিটাল অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, এমএমই খাত এবং ক্রান্তিকালে ইন্টারনেট বন্ধ প্রতিরোধে স্তম্ভ হিসেবে ভূমিকা রাখবে।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর উদ্যোগ বাংলাদেশের প্রতিটি প্রান্তে দ্রুত, নির্ভরযোগ্য এবং আধুনিক ইন্টারনেট সুবিধা তৈরিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ১ বছরের ওয়ারেন্টি সুবিধা সহ বর্তমানে স্টারলিঙ্ক-এর ৩টি কিট প্রি অর্ডার করে পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর ওয়েবসাইট এ।
সর্বশেষ খবর