
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশ গঠনের সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। তিনি অভিযোগ করেন, লন্ডন বৈঠকের পর থেকেই বিএনপিকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘জুলাই আন্দোলনে’ নিহত শিক্ষার্থীদের স্মরণে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “১৯৭১ ও ১৯৯০ সালের মতো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান আবারও একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই বিজয়ের কৃতিত্ব জনগণের।”
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপিকে ফাঁদে ফেলার চেষ্টায় একটি মহল লিপ্ত রয়েছে। তারা চায় আমরা উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া দেখাই। কিন্তু আমরা তাদের সেই ফাঁদে পা দেব না। লন্ডন বৈঠকে নির্বাচনের বিষয়ে আশ্বাসের পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের সব মহান অর্জনের পেছনে বিএনপির অবদান রয়েছে। দলটি সবার সঙ্গে নিয়ে একটি সংস্কারমুখী রাজনৈতিক পরিবেশ গড়ার জন্য কাজ করছে।”
ফখরুল অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্রের উত্তরণ ঠেকাতে এখনো চেষ্টা চলছে। তারেক রহমানকে নিয়ে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় বক্তব্য দেওয়া হচ্ছে, কারণ তিনি একজন জাতীয় নেতা।”
জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী শহীদ হয়েছেন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “তাদের নাম এখনো গেজেটভুক্ত হয়নি। আহতদের অনেকেই সহযোগিতা পাননি। এ বিষয়ে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানাই।”
স্মরণসভায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর