
লাইসেন্স ছাড়া ব্যবসা করা এবং সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে নীলফামারীর কিশোরগঞ্জে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বড়ভিটা ইউনিয়নের বিন্যাকুড়ি বাজারে অভিযান চালানো হয়। অভিযানে নাজমুল হুদা (৩২) নামের এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে বেশি দাম নেওয়ার সত্যতা পাওয়া যায়। এ সময় তিনি ব্যবসায়ী লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। নাজমুল হুদা বিন্যাকুড়ি এলাকার অহেদুলের পুত্র।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, লাইসেন্স ছাড়া সার মজুদ রাখা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সর্বশেষ খবর