
জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নাশকতার মামলায় সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ এলাকার আজিম উদ্দিন মন্ডলের পুত্র। তিনি মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।
গত ০২/০৯/২০২৪ তারিখে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন কর্তৃক দায়েরকৃত নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, গ্রেফতারকৃত প্রধান শিক্ষক ও সাবেক যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে বৃহস্পতিবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর