
ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে এক প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই ম্যারাথনে বিভিন্ন বয়সের ২০০ জন তরুণ-তরুণী, ক্রীড়াবিদ, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্য অংশ নেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউজের সামনে দিয়ে স্বর্ণকার পট্টি ঘুরে পোস্ট অফিস মোড় হয়ে ৩ কিলোমিটার পথ অতিক্রম করে ম্যারাথনটি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে শেষ হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান প্রমুখ। দুই ক্যাটাগরিতে মোট ২৫ জনকে পুরস্কৃত করা হয়।
অন্যদিকে, জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শুক্রবার ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল সালামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেসি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর