
সাতক্ষীরার তালা উপজেলার রহিমাবাদ গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নের নূরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন, রহিমাবাদকে আদর্শ গ্রামে রূপান্তর করতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পরিবেশ ও কর্মসংস্থানের দিকে সমান গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন কাদের।
তাঁরা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে প্রতিটি উপজেলায় একটি করে আদর্শ গ্রাম গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তালা উপজেলার জন্য রহিমাবাদ গ্রামকে বাছাই করা হয়েছে।
অনুষ্ঠানে তালা থানার ওসি মো. মাইনউদ্দিন, জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভায় স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত দাবি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর