
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ৫৯ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৪৪ ফ্লাইটে আসা ওই যাত্রীদের কাছ থেকে ৫৭০ কার্টন বিদেশি সিগারেট এবং ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন হাটহাজারী উপজেলার মোহাম্মদ শাহ্ আলম ও মো. আরফান এবং মীরসরাই উপজেলার আশরাফুল ইসলাম।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ওই তিন যাত্রীকে তল্লাশি করে। এ সময় ১৯ লাখ ৯৫ হাজার টাকার সিগারেট এবং ৪০ লাখ টাকার মোবাইল ফোন জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, আটকের পর তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, সিগারেটগুলো আমদানি নিষিদ্ধ হওয়ায় আটক করা হয়েছে এবং মোবাইল ফোনগুলো ব্যাগেজ রুলসের অতিরিক্ত হওয়ায় ডিএম (ডিসপোজাল ম্যানুয়াল) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা নিয়মিত ব্যাগেজ পার্টির মাধ্যমে পণ্য পরিবহন করেন বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর