
স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গডফাদারতন্ত্র ও মাফিয়াতন্ত্র বাংলাদেশ থেকে বিতাড়িত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৯ জুলাই) কক্সবাজার শহীদ দৌলত ময়দানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এই দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে সংস্কার অপরিহার্য। জনগণ সংস্কার বোঝে এবং চায়। তিনি জুলাই মাসেই ঘোষণাপত্র দেওয়ার কথা উল্লেখ করে ৩ আগস্ট শহীদ মিনারে জমায়েত হওয়ার ঘোষণা দেন।
অতীত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, গত ফ্যাসিস্ট শাসনামলে কক্সবাজার সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য ছিল। সেখানে একের পর এক গডফাদারের উত্থান ঘটেছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন আর নতুন করে কোনো গডফাদারের উত্থান দেশের মানুষ বরদাশত করবে না।
নির্বাচন ব্যবস্থার সংস্কারে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে হবে। উচ্চকক্ষে পিআর চালুর পাশাপাশি নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে।
কক্সবাজারের ভৌগোলিক সম্ভাবনা নিয়ে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ বঙ্গোপসাগরকে ঘিরে। কক্সবাজারকে সমুদ্রশক্তির ঘাঁটি হিসেবে গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে।
ঘোষণা অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা। পরে তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে এসে সমবেত হন।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সচিব এসএম সুজা উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর