ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে যৌথবাহিনীর অভিযান ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে ফুলপুর উপজেলায় এ যৌথ অভিযান শুরু হয়। বিকাল থেকে রাত পর্যন্ত চলমান এই অভিযানে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় টহল ও মহড়া দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল ফুলপুর) রাকিবুর রহমান, আর্মির অস্থায়ী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাইফুল ইসলাম, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুকসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা। যৌথ অভিযানের অংশ হিসেবে ফুলপুর পৌরসভা, রুপসি, বালিয়া ও বওলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ও বাজারে টহল ও নিরাপত্তা মহড়া দেওয়া হয়। এ সময় নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে—এমন যেকোনো অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে দেখা যায়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলপুর উপজেলায়ও যৌথবাহিনী একযোগে মাঠে নেমেছে। নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি।"
তিনি আরও বলেন, "নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ইনশাআল্লাহ, এ নির্বাচন এমন একটি দৃষ্টান্ত স্থাপন করবে, যা আগামী প্রজন্ম সারা জীবন মনে রাখবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর