
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ডাকাতির অভিযোগে লাল চাঁন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। লাল চাঁন বালিয়াডাঙ্গী উপজেলার আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গলা গ্রামের রব্বানী আলীর ছেলে রনি হোসেন (২৪) বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার ভোরে রনি হোসেন খালাতো বোনের বিয়ে উপলক্ষে কয়েল কেনার জন্য মোটরসাইকেলে পার্শ্ববর্তী রুপগঞ্জ গ্রামে যাচ্ছিলেন। পথে সর্বমঙ্গলা জামে মসজিদের সামনে পৌঁছালে লাল চাঁনসহ ২/৩ জন তার পথরোধ করে। তারা রনির কাছে থাকা মোটরসাইকেল, মোবাইল ও টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে রনির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে লাল চাঁনকে ধারালো রামদাসহ আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা ২/৩ জন পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল চাঁনকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী রনি হোসেন ও স্থানীয়রা জানান, লাল চাঁন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। সে প্রায়ই লুটপাট, চাঁদাবাজি ও ডাকাতির মতো ঘটনা ঘটাত।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির এক সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি পয়গাম আলী জানান, গ্রেপ্তারকৃত লাল চাঁন উপজেলা বিএনপির সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ফয়সল আমীনের ওপর হামলাকারীদের মধ্যে অন্যতম। সম্মেলনে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী ডা. টিএম মাহবুবুর রহমানের হয়ে সে হামলা চালায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর