
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। শনিবার ভোরে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের কঞ্চিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কঞ্চিপুকুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি আম বোঝাই ট্রাককে পেছন থেকে আসা অন্য একটি আম বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকের ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আফসার আলী (৪০) নামের এক ট্রাকচালক মারা যান।
নিহত আফসার আলীর বাড়ি গাজীপুর জেলায়। আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাক দুটি সাপাহার থেকে আম নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর