
বরগুনায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে সদর উপজেলার মহাসড়ক সোনার বাংলা এলাকায় এই অভিযান চালানো হয়।
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানে বিআরটিএ-এর বরগুনার সহকারী পরিচালক (ইঞ্জিঃ অঃ দাঃ) মোঃ হাবিবুর রহমান, সদর ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সোয়াইব ও সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে সাতটি মামলায় মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে পরবর্তীতে কাগজপত্র সংশোধনের পরামর্শ দেওয়া হয়।
এছাড়া, যাত্রীবাহী বাসের হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা অনুযায়ী বাস, মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ড ভ্যানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করা হয়েছে। এই মেয়াদোত্তীর্ণ যানবাহনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর