চলনবিলের কৃষি জমির উর্বরতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে চলনবিলের তিশিখালী মাজার এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।
প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্ন করেন নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি মাজার এলাকায় উপস্থিত মানুষের মাঝে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্লেট ও গ্লাসসহ যাবতীয় প্লাস্টিক বর্জ্য পরিহার এবং নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলার অনুরোধ জানিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, তিশিখালী মাজারে প্রতি শুক্রবার হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবং শিন্নির আয়োজন করা কিন্তু প্লাস্টিক প্লেট, গ্লাস ও খাদ্যদ্রব্যের প্যাকেট যত্রতত্র ফেলার কারণে বিলের জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। পরিবেশ বিনাশী এই কার্যক্রম রোধে জনসচেতনতামূলক কর্মকাণ্ড আরও বৃদ্ধি করতে হবে।
অভিযান চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর