
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে মামুন হোসেন সভাপতি এবং বায়েজীদ রায়হান শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও এ জেড মিজান ১নং সাংগঠনিক সম্পাদক এবং আব্দুল্লা-আল মাসুম ২নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার নজিপুর পাবলিক মাঠে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলিসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর