
শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল আজ মোংলায় পাঁচ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে।
একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় কুমারখালিস্থ শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে স্থাপিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এই शिविर অনুষ্ঠিত হয়। দশ জন চিকিৎসকের একটি মেডিকেল টিম দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসকরা জানান, পাঁচ শতাধিক রোগীর মধ্যে ২০ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল (২২ জুলাই) তাদের চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন শেষে মোংলায় পৌঁছে দেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর