
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি পদদলিত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।
সোমবার বিকেলে শ্রমিক দলের নেতাকর্মীরা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিজান টাওয়ার ও মসজিদ মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দীন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এজেডএম সালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল হাওলাদার এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন।
বক্তারা বলেন, জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সমাবেশ সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর