
বিএনপিকে উদ্দেশ করে ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে গত ১৭ বছর দেশ দখল করে রেখেছে। কিন্তু আপনারা যদি ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেন, তাহলে এই দেশে ১৭ দিনও টিকতে পারবেন না।
রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাকি তার বক্তব্যে আরও বলেন, “শায়েখে চরমোনাই যখন ইসলামপন্থিদের ‘এক বাক্সে ভোট’ দেয়ার আহ্বান করেছেন, তখন কারও কারও মাথা নষ্ট হয়ে গেছে। তারা আজ আবোল-তাবোল বলা শুরু করেছে। ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়েই ইসলামপন্থিদের বিজয়ের শুভ সূচনা হয়েছে। এরপর আর ইসলামপন্থিদের দাবিয়ে রাখার সুযোগ নেই।”
মানসুর আহমাদ সাকি বলেন, ‘যারা বালুর ট্রাক সরাতে পারেননি, যারা ভারতে বসে ছিলেন—তারা মনে রাখুন, শায়েখে চরমোনাই বুলেটের সামনে দাঁড়িয়ে ৫ আগস্টের সৃষ্টি করেছেন। তার কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সেই সময় কোনো দল তাদের ব্যানারে রাজপথে ছিল না, শায়েখেই ছিলেন।’
তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, ‘আপনারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, মনোনয়ন বাণিজ্য করেন। আমাদের শায়েখ এসবের সঙ্গে জড়িত না। শায়েখে চরমোনাইকে নিয়ে কটূক্তি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা উপদেষ্টা অধ্যাপক মাওলানা আজিজুর রহমান জার্মানি প্রমুখ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর