
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর হতাহতের মর্মান্তিক ঘটনায় আহতদের চিকিৎসায় এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান এবং ২০ জন সার্জন নিয়োগের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,
“আহতদের জরুরি চিকিৎসার জন্য আমরা প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছি। পাশাপাশি ২০ জন অভিজ্ঞ সার্জনকে নিয়োজিত করা হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা যায়।”
এছাড়া জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসে দেশের সকল চিকিৎসককে আহতদের পাশে দাঁড়াতে আহ্বান জানান। তিনি লেখেন:
“উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ। আমি দেশের সকল চিকিৎসক ভাই-বোনকে আহ্বান জানাই— মানবতার ডাকে সাড়া দিয়ে আমাদের সর্বোচ্চটা দিয়ে যেন পাশে দাঁড়াই।”
তিনি আরও বলেন,
“আল্লাহ তাআলা আমাদেরকে মানবতার সেবায় নিয়োজিত হওয়ার তাওফিক দান করুন এবং এই উদ্যোগ কবুল করুন। আমিন।”
উল্লেখ্য, সোমবার রাতে উত্তরার আকাশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে মাইলস্টোন স্কুল ও কলেজে ব্যাপক প্রাণহানি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যু ও ১৬০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে।
সর্বশেষ খবর