
শিক্ষার্থীরা পড়াশোনা ও মেধার বিকাশ ঘটিয়ে কিশোরগঞ্জকে আলোকিত করবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলবে মানবিকতার দৃষ্টান্ত। সামাজিক অবক্ষয় রোধে রাখবে লড়াকু ভূমিকা। মানবিক মানুষ হয়ে সুনাম ছড়াবে দেশ-বিদেশে। সামাজিক অবক্ষয় রোধ ও মানবিকতায় রোল মডেলের দৃষ্টান্ত হবে এ উপজেলা, এমনটাই প্রত্যাশা।
তোমরা কিশোরগঞ্জের কিশোর-কিশোরীরা আলোকিত মানুষ হয়ে দুর্নীতি-মাদকমুক্ত মানবিক দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। বুধবার সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
বুধবার বিকালে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয় এ অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে “প্রাণের জাগরণ তুমি আলোর দিশারী, ঊর্ধ্বশিরে তুমি বরেণ্য, তুমি অজেয়, তুমি নব শতকের পাঞ্জেরী” শিরোনামে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ হয়।
সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মামুন অর রশিদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসরাফ উজ জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাবিবুল্লাহ, প্রধান শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ। উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা।
পরে এসএসসিতে সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর