
নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে জুমি আক্তার (২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলা সদরের চৌশতপুর গ্রামের কমরু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জুমি আক্তার বসতঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কিছুক্ষণ পর তাঁর বাবা কমরু মিয়া ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে দেখেন তাঁর মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই কৌশিক ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের নিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর