
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধ করাতকলে অভিযান চালিয়ে ৫ করাতকল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার কালাদহ চৌরাস্তা ও নিশ্চিন্তপুর নতুন বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেরুন্নাহার। এসময় করাতকল মালিকেরা কোন কাগজপত্র না দেখাতে পারায় ৫ অবৈধ করাতকল মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে রসুলপুর রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, সন্তোষপুর বিট অফিসার মোহাম্মদ ইমদাদুল হক ফুলবাড়িয়া থানা পুলিশ, ভূমি অফিসের স্টাফ ও বনবিভাগের কর্মীরা সার্বিক সহযোগিতা করেন ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার বলেন, ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে উপজেলার অবৈধ ৫ করাত কল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর