
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাপের কামড়ে মো. মোকসেদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচহট গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মোকসেদ চন্দনচহট গ্রামের হামিদুল ইসলামের ছেলে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে জমিতে কাজ করার সময় মোকসেদকে বিষধর একটি সাপ কামড় দেয়। অসুস্থ হয়ে পড়লে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকো তাঁর মৃত্যু হয়। তার মৃতদেহ এম্বুলেন্স যোগে নিজ বাড়িতে নিয়ে যান তার স্বজনেরা।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা রাকিবুল ইসলাম চয়ন জানান, সাপে কাটার প্রায় ২ ঘণ্টা পর রোগীকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, সাপে কাটার সাথে সাথে হাসপাতালে আনা প্রয়োজন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর