
পাংশায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 'মানবসেবায় বন্ধুরা ফাউন্ডেশন পাংশা'-এর আয়োজনে শুক্রবার বিকেলে পাংশার নাসির ক্লিনিকের পাশে কমিউনিটি সেন্টারে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
'মানবসেবায় বন্ধুরা ফাউন্ডেশন পাংশা রাজবাড়ী'-এর প্রতিষ্ঠাতা শাওন হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য রুবেল রিয়ান, শাহিনুর রহমান রুবেল ও রায়হান খান। এছাড়াও অ্যাডমিন, মডারেটর এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সকলে মিলে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে সুরা পাঠ ও দরুদ শরিফ পাঠের মাধ্যমে মোনাজাত করা হয়।
এছাড়াও উক্ত দোয়া অনুষ্ঠানে 'মানবসেবায় বন্ধুরা ফাউন্ডেশন পাংশা রাজবাড়ী'-এর প্রধান উপদেষ্টা আহসান হাবীবের সুস্থতার জন্য দোয়া করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর