
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে টানা ৪০ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে দৃষ্টান্ত স্থাপন করেছে ১১ জন তরুণ।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কাদিপুর জামে মসজিদ প্রাঙ্গণে কাদিপুর ইসলামি যুব সংঘের আয়োজনে দ্বিতীয়বারের মতো নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী, ইসলামি সংগীতশিল্পী ও আলোচক হাফেজ মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ।
প্রতিযোগিতায় কাদিপুর এলাকার মোট ৬০ জন শিশু ও তরুণ অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১১ জন পুরো ৪০ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হন। পরে লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণ করা হয় এবং বাকি ৭ জনকে যৌথভাবে পঞ্চম স্থানপ্রাপ্ত হিসেবে পুরস্কৃত করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদিপুর জামে মসজিদের মোতাওয়াল্লি আলহাজ শাহীন আহমদ এবং সঞ্চালনা করেন মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ জুবেল। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ।
এ সময় এসএসসি ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং বর্তমানে দেশে অবস্থানরত কাদিপুর এলাকার প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কাদিপুর ইসলামি যুব সংঘের সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর