
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শনিবার দুপুরে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আহ্বানে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ শুরু হয়। মিছিল নিয়ে প্রশাসন ভবন চত্বরে এসে অবস্থান নেন তাঁরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী মঙ্গলবারের মধ্যে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের আশ্বাস দিলে তাঁরা অবস্থান ছাড়েন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘সাজিদ হত্যার তদন্তের বিষয়ে যে অগ্রগতি হওয়ার কথা ছিল সেটা দৃশ্যমান হয়নি। দ্রুত তদন্ত রিপোর্ট প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয় দিন সময় নিয়েছিলেন। কিন্তু সেটা এখনো প্রকাশ করা হয়নি। তদন্ত কাজে কোনো গাফিলতি না করে দ্রুত সময়ের মধ্যে যেন রিপোর্ট প্রকাশ করতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘সাজিদ হত্যার ৯ দিন হয়ে গেছে কিন্তু এখনো কোনো ধরনের রিপোর্ট প্রকাশ করেননি প্রশাসন। জুলাইয়ের পরেও জনগণ বা শিক্ষার্থীদের ম্যান্ডেট না বুঝেন তাহলে আগের নজিরের ব্যত্যয় হবে না এবং আপনাদের নেমে যেতে বাধ্য করা হবে। দ্রুত রিপোর্ট পেশ করে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, অন্যথায় পালানোর পথ পাবেন না।’
আল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি বলেন, ‘আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে প্রথম থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে যাচ্ছে। আমরা লক্ষ করছি – একদল ষড়যন্ত্রকারী সাজিদের লাশ নিয়ে বিভিন্নভাবে পাঁয়তারা করে যাচ্ছে। আমাদের বিভাগের নেতৃত্বে প্রশাসনকে চাপ প্রয়োগ করে হলেও প্রকৃত ঘটনা উন্মোচন করাব ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে বলব – আপনারা কোনো ধরনের শৈথিল্য দেখালে পরিণতি ভয়াবহ হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (ভিসির রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. এম ইয়াকুব আলী বলেন, ‘তদন্ত কমিটিকে ১০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। ছুটির দিন বাদে ৫ দিন কার্যদিবস পেয়েছে তদন্ত কমিটি। আশা করছি – ভিসেরা রিপোর্ট হাতে পেলে চলতি সপ্তাহের মঙ্গলবারের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করতে পারব।’
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর