
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস মাত্র ৩১ রান। নেই কোনো ফিফটি, নেই একক নায়কত্ব—তবুও স্কোরবোর্ডে ২০৫ রান! ব্যতিক্রমধর্মী এই দলীয় ইনিংস গড়ে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে প্রতিটি ব্যাটারের ছোট ছোট অবদান মিলিয়ে তৈরি হয়েছে রানের পাহাড়।
রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ইনিংসের কোনো পর্যায়েই বড় জুটি গড়ে ওঠেনি। তবে প্রতিটি ব্যাটার দলকে কিছু না কিছু দিয়েছেন। এটিই গড়েছে এক অনন্য দলীয় প্রচেষ্টা।
সর্বোচ্চ ৩১ রান করেন শেরফান রাদারফোর্ড। রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড করেন ২৮ রান করে। এছাড়া জেসন হোল্ডার ২৬, হেটমায়ার ১৬, ফোর্ডে ও আকিল হোসেন করেন ১৫ রান করে। সকলের ছোট ছোট অবদানে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২০৫ রানের বড় সংগ্রহ পায় ক্যারিবীয়রা।
অস্ট্রেলিয়ার বোলাররা উইকেট পেলেও রানের গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এটাই ম্যাচের প্রথম ভাগে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
ওয়েস্ট ইন্ডিজের এই ইনিংস আবারও প্রমাণ করে— ক্রিকেটে বড় সংগ্রহ গড়তে কেবল একটি বা দুটি বড় ইনিংস যথেষ্ট নয়; দলের প্রতিটি সদস্যের অবদানই গড়ে তোলে ম্যাচ জেতার মতো সংগ্রহ।
সর্বশেষ খবর