মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়।
এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আইসিসির নিরাপত্তা টিম বিসিবিকে তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে।
সেগুলো হলো:-
প্রথমত, বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে।
দ্বিতীয়ত, বাংলাদেশ দলের জার্সি ও জাতীয় পতাকা নিয়ে দর্শকদের চলাচলের বিষয়ে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।
তৃতীয়ত, বাংলাদেশের জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া তত বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, আইসিসির পাঠানো চিঠিতে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এই তিনটি নিরাপত্তা শঙ্কার কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর