
বগুড়া শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারালো অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু ও দুটি বড় চাপাতি জব্দ করা হয়েছে। গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টা থেকে শহরের বিভিন্ন মার্কেটে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সংশ্লিষ্ট থানা পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার হোসেন আজ রবিবার (২৭ জুলাই) সকাল ৯টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, অভিযানে একাধিক দোকানে তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক চায়নিজ ফোল্ডিং চাকু ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। অভিযানের সময় দোকান মালিকদের নিষিদ্ধ এসব ধারালো অস্ত্রের ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি, সাধারণ জনগণকে এ ধরনের অস্ত্রের অপব্যবহার সম্পর্কে সচেতন করা হয় এবং আইনি পরিণতির বিষয়ে অবহিত করা হয়।
পুলিশ আরও জানায়, ছুরি-চাকু সন্ত্রাস দমন, অপরাধ প্রতিরোধ এবং তরুণ সমাজকে সহিংসতা থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর