
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সম্মুখযোদ্ধা ও কিংবদন্তী অভিনেতা সোহেল রানার কণ্ঠে মুক্তিযোদ্ধা হয়েও অসম্মানিত হওয়ার ক্ষোভ শোনা গেল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিনেতার মন্তব্য, এই দেশে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটর কোনো দাম নেই।
শনিবার দুপুরে ফেসবুকে নিজের বিমর্ষ একটি ছবি প্রকাশ করে সোহেল রানা লিখেছেন, ‘দুজনের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছি, কষ্ট করে টাকা জমা দেওয়ার জন্য। বসার জায়গা নেই—২৫ জন বসার জায়গা হলে ১০০ জন রোগী দাঁড়িয়ে আছেন। সিনিয়র সিটিজেন হিসেবে বা স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা হিসেবে জাতীয় পরিচএ্য়পত্রের কোনো দাম, সম্মান—কিছুই নেই।’
অভিনেতা তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘কেবিন ভাড়া যা ছিল এক বছরে, তা দ্বিগুণ হয়ে গেছে। সেবাদানকারী বাহিনীরাও চিকিৎসা শেষে টোটাল বিল থেকে কমিশন পান, মুক্তিযোদ্ধাদের জন্য তার কিছুই প্রযোজ্য নয়। কী সার্টিফিকেট এই কাজে আসে বা মুক্তিযোদ্ধা আইডেন্টিটি কার্ড কোনো কাজে আসে বুঝি না। কোনো অভিযোগ নেই, শুধু একটু দীর্ঘ নিঃশ্বাস।
মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের জন্য এরপর আরও একটি পোস্টে সোহেল রানা নিজেকেই ধিক্কার জানিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম ছবি ‘ওরা ১১ জন’-এর প্রযোজক মাসুদ পারভেজ। ধিক তোমাকে, ধিক তোমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা আইডেন্টিটি কার্ডকে।’
অভিনেতার এই স্ট্যাটাসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। অনেকেই এখন প্রশ্ন তুলছেন—বীর মুক্তিযোদ্ধা হয়েও যখন সোহেল রানার মতো একজন মানুষের এই অবস্থা, তখন সাধারণ মুক্তিযোদ্ধারা কোথায় দাঁড়িয়ে?
আবার কেউ কেউ তার পাশে দাঁড়িয়েও বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকেই আবার অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা জানতে চেয়েছেন।
রার/সা.এ
সর্বশেষ খবর