
ফরিদপুরে অজ্ঞাতনামা গাড়ির চাপায় আসাদুজ্জামান (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার রাজবাড়ি রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭ টার রাজবাড়ি রাস্তার মোড়ে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহত আসাদুজ্জামান মধুখালি উপজেলার আশাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
এবিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, অজ্ঞাতনামা গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর