
রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুল আর নেই। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে।
গতকাল বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে এ কে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে বনানী কবরস্থানে তার বাবা জসীমের কবরেরি রাতুলকে দাফন করা হবে।
নায়ক জসীমের তিন ছেলের একজন ছিলেন এ কে রাতুল। বাবার পথ ধরে তারা কেউ অভিনয়ে আসেননি, বরং সক্রিয় ছিলেন সংগীতজগতে। তিনজনই ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত। রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট এবং ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার হিসেবে কাজ করছেন। রাতুল ও সামী ছিলেন ‘ওন্ড’ ব্যান্ডের সদস্য; রাতুল ছিলেন ভোকালিস্ট ও বেজিস্ট, সামী ড্রামার।
এ কে রাতুল ছিলেন বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক সংগীতের পরিচিত নাম। ২০১৪ সালে ‘ওন্ড’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘1’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘2’ প্রকাশিত হয়। দুটি অ্যালবামই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে, বিশেষ করে রাতুলের শক্তিশালী কণ্ঠ এবং সংগীত দক্ষতার জন্য তিনি ব্যাপক প্রশংসা পান।
রাতুলের অকাল মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, ভক্ত ও সংগীত অনুরাগীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করছেন।
সর্বশেষ খবর