
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে আইনের যথাযথ প্রয়োগ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে নির্দেশনা দেন।
সর্বশেষ খবর