
ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করলে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে তাড়াহুড়ো করে বের হন রাজনৈতিক দলের নেতারা। অ্যালার্ম বাজার কিছুক্ষণ পর সাময়িক সময়ের জন্য বৈঠক স্থগিত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফরেন সার্ভিস একাডেমির ফায়ার অ্যালার্ম হঠাৎ বাজতে শুরু করে। এরপর সবাই তাড়াহুড়ো করে বের হন।
এর আগে, ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি। সোমবার (২৮ জুলাই) বৈঠক শুরুর হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে দলটি।
একাডেমির দায়িত্বরত কয়েকজন বলেন, ফায়ার অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে আমরা খোঁজার চেষ্টা করি কোথাও আগুন লেগেছে কি না। কিন্তু আমরা কোথাও আগুন খুঁজে পাইনি। পরে জানতে পারি, কয়েকজন সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ার কারণে অ্যালার্ম বেজে উঠে।
এ দিকে, আগুন না লাগার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুপুর ১২টা ৪০ এর দিকে আবারও বৈঠকে অংশ নেন নেতারা। পৌনে ১টার দিকে পুনরায় বৈঠক শুরু হয়।
এর আগে রোববার (২৭ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠক হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ তিন দিনের মধ্যে অনেকগুলো কাজ সম্পাদন করে ঐকমত্যের প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
ড. আলী রিয়াজ বলেন, আমরা খসড়া নিয়ে এখানে কোনো আলোচনা করবো না। যদি বড় ধরনের কোনো মৌলিক আপত্তি ওঠে তাহলে সেটা ফ্লোরে আনবো, না হলে আনবো না। আলাদাভাবে যদি আপনারা কোনো মতামত দেন, সেগুলো সংযোজন করেই চূড়ান্ত সনদ হবে। সেখানে পটভূমি থাকবে, প্রক্রিয়া থাকবে এবং কমিটমেন্টের জায়গাগুলো থাকবে। কিন্তু এখন প্রাথমিক পর্যায়ে যেগুলোর ব্যাপারে ঐকমত্য হয়েছে সেগুলোর তালিকা এখনই দেওয়া হচ্ছে না।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর