
ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাঠালী গ্রামে নাছিমা আক্তারের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাসা থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যাওয়ার দাবি করেছেন বাসার মালিক। এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০ জুলাই দুপুর ২টার দিকে নাছিমা আক্তার তার স্বামীসহ অসুস্থ শাশুড়িকে দেখতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাহনা গ্রামে যান। ২৬ জুলাই দুপুরে তার বাসার এক ভাড়াটিয়া গ্রামের বাড়ি থেকে ফিরে এসে দেখেন বাসার তালা ভাঙা। পরে তিনি নাছিমা আক্তারকে মোবাইল ফোনে জানান, তার বাসার গেটের তালা ও মূল দরজার তালা লাগানোর রিং কাটা। খবর পেয়ে নাছিমা আক্তার বাসায় উপস্থিত হয়ে দেখেন গেটের তালা ভাঙা, মূল দরজার তালার রিং কাটা, বসতঘরে থাকা স্টিলের ডেস্কের দুটি তালা কাটা অবস্থায়। ডেস্ক থেকে সাড়ে ৭ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, ফ্রিজ, টিভি, মনিটর এবং জাতীয় পরিচয়পত্র, দলিল, ব্যাংক চেক বইসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর