• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ১১:৫৭ দুপুর

অপো রেনো ১৪ সিরিজ ৫জি উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো এক জাঁকজমকপূর্ণ মিউজিক্যাল নাইট এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে তাদের বহুল প্রতীক্ষিত রেনো১৪ সিরিজ ফাইভজি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। ডিসকভারির সঙ্গে যৌথভাবে পরিচালিত অপোর বৈশ্বিক উদ্যোগ ‘কালচার ইন আ শট’- এর অংশ হিসেবে এই উদ্ভাবনী এআই প্রযুক্তি নিয়ে আসা হয়। ঢাকার আলোকিতে অনুষ্ঠিত এই উন্মোচন অনুষ্ঠানে লাইভ পারফরম্যান্স করে দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল। সঙ্গীত, সংস্কৃতি ও প্রযুক্তিগত উদ্ভাবনের এই অনন্য মেলবন্ধনে একত্রিত হন শিল্পী, কনটেন্ট নির্মাতা, মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া পার্টনার ও প্রযুক্তিপ্রেমীরা।

‘কালচার ইন আ শট’ উদ্যোগের অংশ হিসেবে, অপো তুলে ধরছে কীভাবে আধুনিক ইমেজিং টুলস দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংস্কৃতিকে ডিজিটালি সংরক্ষণ করা যায়। বাংলাদেশে এই ক্যাম্পেইনের সূচনা হয়েছে ‘দ্য স্টোরি অব জামদানি থ্রু রেনো১৪ সিরিজ ফাইভজি’র মাধ্যমে। যেখানে ডিভাইসটির সর্বাধুনিক এআই ইমেজিং সক্ষমতার মাধ্যমে ২ হাজার বছরেরও বেশি পুরনো জামদানির বুনন ঐতিহ্যকে ধারণ করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় কারিগরদের শিল্পকর্মকে সম্মান জানানো হচ্ছে এবং এটি ডিজিটালি সংরক্ষণের একটি প্রয়াস হিসেবে কাজ করছে।

বাংলাদেশে রেনো১৪ সিরিজ ফাইভজি দুইটি মডেল নিয়ে এসেছে - ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ ফাইভজি ও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ এফ ফাইভজি। ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ এফ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৪২,৯৯০ টাকা। ফোনগুলো প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট নির্মাতাদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে ফ্ল্যাগশিপ মানের হার্ডওয়্যার ও আগে কেবল পেশাদার ইকুইপমেন্টের সাথে পাওয়া যেত এমন উন্নত এআই ইমেজিং টুলস রয়েছে।

রেনো১৪ সিরিজ ফাইভজির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো এআই লো লাইট ফটোগ্রাফি সিস্টেম, যার মাধ্যমে অন্ধকার পরিবেশেও ঝকঝকে ও প্রাণবন্ত ছবি তোলা সম্ভব। রাতের অনুষ্ঠান হোক কিংবা ক্যান্ডেললাইট ডিনার; উন্নত ফ্ল্যাশ সিস্টেম আর ৫০ মেগাপিক্সেল ৩.৫x টেলিফটো ক্যামেরায় এখন প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে ধারণ করা সম্ভব। এর এআই ফ্ল্যাশ ফটোগ্রাফি স্বয়ংক্রিয়ভাবে আলো সমন্বয় করে প্রতিটি ফ্রেমে নিখুঁত ছবি তুলতে সাহায্য করে; যেন প্রতিটি মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়! রেনো১৪ ফাইভজিতে আগের মডেলগুলোর চেয়ে দশ গুণ বেশি উজ্জ্বল ডেডিকেটেড ফোকাস ফ্ল্যাশ সহ ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা সিস্টেম রয়েছে, যা ইন্ডাস্ট্রিতে এবারই প্রথম। অন্যদিকে, রেনো১৪ এফ ফাইভজিতে রয়েছে ডুয়াল-ফ্ল্যাশ সেটআপ, যা আগের তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা নিশ্চিত করে। জামদানি শাড়ির সূক্ষ্ম কারুকাজ থেকে শুরু করে কারিগরের খুঁটিনাটি, সবই এখন দারুণভাবে ক্যামেরায় ধারণ করা সম্ভব হবে। ডিভাইসটির এআই এডিটর ২.০ এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা আরও বিকশিত করার সুযোগ পাবেন। এর এআই রিকম্পাস ইন্টেলিজেন্ট সাজেশন ব্যবহার করে ভুল অ্যাঙ্গেল ঠিক করতে পারে, এআই পারফেক্ট শট বন্ধ চোখ বা বিব্রতকর এক্সপ্রেশন ঠিক করে দেয় এবং এআই স্টাইল ট্রান্সফারের মাধ্যমে মাত্র এক ক্লিকে একটি ছবির টোন বা মুড অন্য ছবিতে প্রয়োগ করা যায়।

যুগান্তকারী অগ্রগতি হিসেবে দুইটি মডেলেই ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, আইপি৬৯ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স যুক্ত হওয়ায় এখন পানির নিচেও দারুণ স্বচ্ছ ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। সমুদ্রতট হোক, সুইমিং পুল বা বর্ষাকালের বৃষ্টি; প্রতিটি ঢেউ, প্রতিফলন ও পানির নিচে থাকা মুহূর্ত এখন ফুটে উঠবে জীবন্তভাবে।

ফটোগ্রাফি বাদেও, রেনো১৪ সিরিজ ফাইভজিতে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং ও গেমিংয়ের জন্য এআই হাইপারবুস্ট ২.০। ফোনটির মার্মেইড-অনুপ্রাণিত ডিজাইন ও অ্যামোলেড ডিসপ্লে একইসাথে নান্দনিক ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্ষমতা বাড়তে ডিভাইসটিতে এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ডস্পেসের মতো এআই সুপার টুলবক্স ব্যবহার করা হয়েছে। এছাড়াও, প্রি-অর্ডারকারী ক্রেতাদের জন্য একাধিক বিশেষ সুবিধা নিয়ে এসেছে অপো। এর মধ্যে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল এবং ফ্যাশন ব্র্যান্ড আড়ং-এর ডিজিটাল স্টোরফ্রন্ট aarong.com এবং আড়ং অ্যাপে ১০% ছাড়, ‘ও-লাইক’-এর বিশেষ আইওটি গিফট, টপপে’র মাধ্যমে কার্ডহীন ইএমআই সুবিধা, ফ্লিপারের মাধ্যমে এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস। একইসাথে, প্রতিটি ক্রয়ের সাথে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট কাভারেজ (দুর্ঘটনাজনিত ও পানিতে ক্ষতির ক্ষেত্রে)।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “রেনো১৪ সিরিজ ফাইভজি উন্মোচনের পাশাপাশি, উদ্ভাবন ও ঐতিহ্য দুটিই একসাথে উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। মানুষকে ইন্সপায়ার, কানেক্ট ও এম্পাওয়ার করে তুলতে এবং একইসাথে, প্রযুক্তির মাধ্যমে তাদের গল্প তুলে আনার ক্ষেত্রে অপোর উদ্দেশ্যের বহিঃপ্রকাশ ডিসকভারির সাথে এই অংশীদারিত্ব ও আর্টসেলের এই অনবদ্য পারফরম্যান্স।”

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]