
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৮ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউতে অবস্থিত আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানি-র একটি কার্যালয়ে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ওই এলাকায় বেশ কিছু পাঁচ তারকা হোটেল এবং করপোরেট প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অবস্থিত।
ঘটনার পরপরই নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লিখেছেন, “একজন পুলিশ কর্মকর্তাকে আঘাত করা হয়েছে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।
এদিকে নিউইয়র্ক পুলিশের একজন মুখপাত্র জানান, পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন কিনা—সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা বিষয়টি নিশ্চিত বা অস্বীকার—কোনোটাই করতে পারছেন না।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে, ৩৪৫ পার্ক অ্যাভিনিউ এবং ইস্ট ৫১তম স্ট্রিট এলাকার চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ ধারণা করছে, হামলার উদ্দেশ্য বা প্রেক্ষাপট হয়তো অফিসের অভ্যন্তরীণ কোনও দ্বন্দ্ব থেকে উদ্ভূত হতে পারে। তবে তদন্ত চলমান রয়েছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সর্বশেষ খবর