
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, আসন্ন নির্বাচন নিয়ে ব্যাপক ষড়যন্ত্র চলছে, সবাইকে সর্তক থাকতে হবে। কোন ঘড়যন্ত্রকারী যাতে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সামাজিকতা ও মানবিকতার বাংলাদেশ গঠনে বাঁধা হতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি সোমবার কিশোরীগঞ্জ সরকারি কলেজ মাঠে দি রেড জুলাই এর আয়োজনে জুলাই গণঅভ্যূথ্থানে শহীদদের স্মরণে প্রীতি ফুটবল খেলা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
জুলাই গণঅভ্যূথ্থানে শহীদদের স্মরণে প্রীতি ফুটবল খেলা উদ্বোধন কালে তিনি আরও বলেন, তরুণরা বিপদগ্রস্থ হলে গোটা দেশ তথা জাতি বিপদগ্রস্থ হবে। তাই বিপদগ্রস্থ হতে মুক্ত থাকতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা স্বাস্থ্য, মন মানসিকতা ও সামাজিকতার জন্য অত্যন্ত প্রয়োজন। খেলাধুলাই তরুণ সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে পারে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ হবে বৈষ্যহীন, দুর্নীতিমুক্ত, সামাজিকতা ও মানবিকতার বাংলাদেশ।
জুলাই গণঅভ্যূথ্থানে শহীদদের স্মরণে প্রীতি ফুটবল খেলাটি দি রেড জুলাই কিশোরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোতালেব হোসেনের সভাপতিত্বে হয়। এতে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নীলফামারী জেলা শাখার সভাপতি এ কে উদার, কিশোরীগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, এনসিপির সংগঠক আব্দুল কাইয়ুম প্রমুখ। এছাড়া দি রেড জুলাই, জুলাই অভ্যূথ্থানের ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর