
বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও জান্নাত আরা তালুকদার হেনরিসহ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, গণঅধিকার পরিষদের নেতা আব্দুর রহিমের ওপর সন্ত্রাসী হামলা, তার বাড়িঘর ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেলে বাদীর রামগাঁতী মহল্লার বাড়িতে আসামিরা পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর করে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়। আসামিরা ককটেল ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে বাদী আব্দুর রহিমকে টেনে-হিঁচড়ে বাড়ি থেকে বের করে এলোপাতাড়ি মারধর করে। এরপর তারা আব্দুর রহিমকে থানায় নিয়ে একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে চালান করে দেয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর