
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৯২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি জানান।
নাজমুল হাসান ফিরোজ ছাড়াও তার মা, ছোট ভাইসহ পাঁচ জনের সম্পদের নোটিশ জারি করেছে দুদক। এই সদস্যদের বিরুদ্ধে ফিরোজের সম্পদ ভোগ দখল এবং অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দুদক জানায়, এই পুলিশ কর্মকর্তার ছোট ভাই মো. এনামুল হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা ও তার ব্যাংক লেনদেনের পরিমাণ ৮৩ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৩১৬ টাকা এবং মা নাজমা বেগমের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকা ও ব্যাংকে ৬৫ কোটি ৮০ হাজার ১০৭ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
অন্যদিকে তার শ্বশুর এ কে এম ছায়াদাত হোসেন বকুলের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬ কোটি ২২ লাখ টাকা, ব্যাংক লেনদেন ৬৬ কোটি ১৫ লাখ ১০ হাজার ৯০৮ টাকা। মামাতো ভাইয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭০ লাখ ৮০ হাজার টাকা, ব্যাংক লেনদেন ২৬ কোটি ৩১ লাখ ৯৯ হাজার ৮১৫ টাকা।
শ্বশুরের ব্যবসায়িক পার্টনার মো. মোস্তফা খানের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ চার কোটি টাকা, ব্যাংক লেনদেন ১২০ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৮১৮ টাকা।
প্রসঙ্গত, গত ১০ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও তার স্ত্রী সাদিয়া আইনুন নিশাতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর