
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত চট্টগ্রাম কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় শেখ হাসিনাসহ ২২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফেনী মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আদালতে এই চার্জশিট দাখিল করেন।
ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান দুপুরে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিযুক্ত করে ২২১ আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। মামলায় অন্যান্য গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, মামলায় এজাহারভুক্ত ১২ জন এবং সন্দেহভাজন ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মুরাদ হাসান বাবুসহ তিনজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিহতের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, "আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।" গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে মাসুমের মাথায় গুলি লাগে। সহপাঠীরা তাকে তাৎক্ষণিকভাবে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে তিন দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে সে না ফেরার দেশে চলে যায়।
এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর নিহত মাহবুবুল হাসান মাসুমের ভাই মো. মাহমুদুল হাসান বাদী হয়ে ১৬২ জনের নাম উল্লেখ করে ও আরও ৪শ থেকে ৫শ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ৪ আগস্ট আন্দোলনের সময় গুলিতে আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৭ আগস্ট বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মাসুম ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের নোমান হাসানের ছেলে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর