
সুন্দরবনের মাউন্দে নদীর পাশবর্তী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে (৩০ জুলায়) বুধবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় এক সন্দেহভাজনকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় আত্মসমর্পণে বাধ্য করতে কোস্ট গার্ড সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পালানোর আগে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগটি তল্লাশি করে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। দেশব্যাপী আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর