
বাগেরহাটের রামপালে সন্ন্যাসী কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার পালের সভাপতিত্বে প্রতিষ্ঠানের হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খাদ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) আমিনুল ইসলাম। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক তুষার কান্তি মৃধার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর পরিচালক মেহেদী হাসান মিঠু, দাতা সদস্য ও চীন প্রবাসী মো. আল মামুন হাওলাদার, দাতা সদস্য হাওলাদার জাহিদুল ইসলাম, হেলাল আহমেদ সুমন, অভিভাবক সদস্য সাজারুল ইসলাম সাজুসহ প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, ১৯৬৬ সালে স্থানীয় তারিণী চরণ মৃধা বাগেরহাটের রামপাল উপজেলার বড় সন্ন্যাসী এলাকায় ৩.৯১ একর জায়গার ওপর সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
কলেজিয়েট স্কুলে ভর্তির সুযোগ পেয়ে এলাকার শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত। এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে খুশি সাধারণ মানুষ। প্রান্তিক পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়ায় অনেক ঝরে পড়া শিক্ষার্থীও উচ্চশিক্ষার স্বপ্ন দেখছে। ভর্তিকৃত শিক্ষার্থীরা আগামীতে উচ্চশিক্ষা গ্রহণ করে সুন্দর রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর