
দেশীয় ঐতিহ্যবাহী ফলে ভরে উঠবে ঐশ্বর্য কানন। দেশীয় সব ঐতিহ্যবাহী লটকন, সফেদা, জামরুল, আমলকি, বিলিম্বি, ডেওয়া, পানিয়ান ইত্যাদি ফলের গাছে গাছে ভরপুর হয়ে উঠেছে ঐশ্বর্য কানন।
দেশীয় ফল ডেওয়া গাছের চারা নিজ হাতে লাগিয়ে ও ফিতা কেটে ঐশ্বর্য কানন বাগানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দীন পৃথক পৃথক দেশীয় ফলের গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোছা. মাহমুদা খাতুন, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন প্রমুখ।
সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী দেশীয় ফলদ বাগান ঐশ্বর্য কানন উদ্বোধন করা হয়।
সর্বশেষ খবর