
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন, 'ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ঘুষ লেনদেন হয়েছে দেড় লক্ষ কোটি টাকা। দুর্নীতির পরেও পদ্মা সেতু নির্মিত হয়েছে ৩০ হাজার কোটি টাকা ব্যায়ে। যেই টাকা ঘুষ লেনদেন হয়েছে এই টাকা দিয়ে ৫০ টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই টাকা দেশের মানুষের; খেটে খাওয়া দিনমজুর, জেলে, কৃষকের টাকা।'
শনিবার (২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনে তার নির্বাচনী প্রচারণায় পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, 'আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারলে আমাদের আর কারো কাছে হাত পাততে হবে না। আমাদের বিদেশী কারো উপর আর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। এরকম একটা প্রসপারেস দেশ গঠনের জন্য আগামীতে আপনারা জামায়াতে ইসলামীকে সমর্থন জানাবেন।'
জাহিদুর রহমান আরো বলেন, 'জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের জনসংখ্যা আমাদের জন্য জনসম্পদ। পৃথিবীর ম্যাক্সিমাম দেশে বার্থ রেট নেগেটিভ কিন্তু আমাদের দেশে বার্থ রেট পজিটিভ। আমাদের অনেক মানুষ এই মানুষগুলোকে সম্পদে পরিণত করতে হবে। আমরা যদি সম্পদে পরিণত করতে পারি-তাহলে আমরা পৃথিবীতে নেতৃত্ব দিতে পারব ইনশাআল্লাহ।'
নির্বাচনী পথসভায় জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম, সিংগাইর উপজেলা আমীর মওলানা আব্দুল মান্নান, জেলা শিবিরের সভাপতি মনিরুজ্জামানসহ হাজারো কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের জন্য ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ইবনে সিনা হাসপাতালের পরিচালক মুহাম্মদ জাহিদুর রহমানকে দল থেকে মনোনীত করা হয়েছে। দলীয় প্রার্থী হিসেবে এটাই তার সংসদীয় এলাকায় প্রথম প্রচারণা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর