
জুলাই-আগস্টের হত্যাকাণ্ড সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
রোববার (৩ আগস্ট) সকালেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অপর দুই আসামি—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিনি আদালতে উপস্থিত হন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম শুরু হয় প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে। প্রসিকিউশন জানিয়েছে, এই বক্তব্য বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। সূচনা বক্তব্য শেষে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
যদিও মামলাটিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অভিযুক্তদের একজন ছিলেন, তবে বর্তমানে তিনি রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছেন।
প্রসঙ্গত, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেয়। অভিযোগপত্রে বলা হয়, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় তারা যৌথভাবে ১,৪০০ জন ছাত্র ও সাধারণ নাগরিককে হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনা দিয়েছেন, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত।
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর